শাওমির সাব-ব্র্যান্ড রেডমি নোট 8 সিরিজ নিঃসন্দেহে বিশ্বজুড়ে একটি জনপ্রিয় স্মার্টফোন সিরিজ। এখন, শাওমি ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক মনু কুমার জৈন ঘোষণা করেছেন যে সংস্থাটি আগস্ট 2019 এ চালু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী রেডমি নোট 8 সিরিজের মোট 30 মিলিয়ন (3 কোটি) ইউনিট বিক্রি করেছে। উল্লেখযোগ্যভাবে, জিয়াওমি একের বেশি বিক্রি করেছিল রেডমি নোট 8 সিরিজে রেডমি নোট 8 এবং রেডমি নোট 8 প্রো ফোন অন্তর্ভুক্ত রেডমি নোট 8 সিরিজে রেডমি নোট 8 সিরিজের মিলিয়ন ইউনিট রয়েছে October
স্মার্টফোন কেনার সময় প্রসেসর ও ক্যামেরার সঙ্গেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভালো ব্যাটারি। প্রতিদিন ২-৩বার ফোন চার্জ করা এক বিরক্তিকর অভিজ্ঞতা। যদিও এই মুহূর্তে বাজারে এমন অনেক ফোন আছে যা একবার চার্জ করলে অন্তত দুই দিন চার্জরে হাত দিতে হয় না। সাত হাজার টাকার কমে এমন কয়েকটা ফোন দেখে নিন।
সম্প্রতি প্রিমিয়াম সেগমেন্টে বাংলাদেশেরএকের পর এক স্মার্টফোন লঞ্চ হয়েছে। এর মধ্যে কয়েকটি ফোনে ৫জি কানেক্টিভিটি থাকছে। প্রায় সব ফোনেই থাকছে দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর ও চোখ ধাঁধানো ডিসপ্লে। এক নজরে সেই ফোনগুলি দেখে নিন।
A সিরিজে আরও একটা নতুন ফোন নিয়ে এল Oppo। সোমবার লঞ্চ হয়েছে Oppo A92। আপাতত মালয়েশিয়ায় এই ফোন পাওয়া যাবে। নতুন ফোনে Snapdragon 665 চিপসেট ব্যবহার করেছে চিনের কোম্পানিটি। সঙ্গে থাকছে 5,000 mAh ব্যাটারি।
সোমবার থেকে অনলাইনে স্মার্টফোন বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার ফ্ল্যাশ সেলে আবার পাওয়া যাবে Redmi Note 9 Pro। মার্চে এই ফোন লঞ্চের পরে দুটি ফ্ল্যাশ সেলে বিক্রি হয়েছিল। পরে লকডাউনের কারণে বন্ধ হয়েছিল সেল। মঙ্গলবার দুপুর 12 টায় Amazon.in ও Mi.com থেকে এই ফোন অর্ডার করা যাবে।
31 মার্চ ভারতে Mi 10 লঞ্চ হওয়ার কথা থাকলেও পরে লকডাউনের কারণে তা পিছিয়ে দিতে বাধ্য হয়েছিল Xiaomi। সম্প্রতি লকডাউনের নিয়ম শিথিল হওয়ার পরে সোমবার থেকে স্মার্টফোন বিক্রি শুরু করেছে চিনের সংস্থাটি। এবার ভারতে Mi 10 লঞ্চের নতুন দিনক্ষণ প্রকাশ্যে এল। 8 মে, শুক্রবার বারতে আসছে 108 মেগাপিক্সেল ক্যামেরার এই ফোন। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Mi 10 ও Mi 10 Pro। এই দুই ফোনেই রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা। যদিও ভারতে শুধুমাত্র Mi 10 লঞ্চ করবে Xiaomi।
17 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো কয়েকটি জিনিসে ছাড় দিয়েছে কেন্দ্র। নির্বাচিত এলাকায় ব্যবসা শুরু করার সবুজ সংকেত মিলেছে। বিশেষ করে গ্রিন জোন ও অরেঞ্জ জোনে ধীরে ধীরে ব্যবসা শুরুর অনুমতি দেওয়া হয়েছে। যদিও রেড জোনে আগের মটই কড়াকড়ি থাকবে। এবার Xiaomi-র তরফ থেকে জানানো হয়েছে অরেঞ্জ ও গ্রিন জোনের গ্রাহকরা Xiaomi, Redmi ও Poco স্মার্টফোন অর্ডার করতে পারবেন।
গত সপ্তাহের শেষে Xiaomi ফোনের ব্রাউজার ডেটার সুরক্ষা নিয়ে ইন্টারনেটে কম জল ঘোলা হয়নি। দ্রুত সেই সমস্যা সমাধানের চেষ্টা করল চিনের সংস্থাটি। কোম্পানির Mi Browser, Mi Browser Pro ও Mint Browser “ইনকগনিটো” মোডের তথ্য গ্রাহক শেয়ার করতে চান কি না তা বেছে নেওয়া যাবে। যদিও সুরক্ষা গবেষকদের অভিযোগ খারিজ করে দিয়েছে Xaiomi।
শীঘ্রই লঞ্চ হবে Realme X3 SuperZoom। সম্প্রতি একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। সেখান থেকেই নতুন ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে। রি ফোনে থাকবে Snapdragon 855+ চিপসেট। সঙ্গে থাকবে Bluetooth 5.1 কানেক্টিভিটি।
2018 সালে লঞ্চ হয়েছিল Poco F1। টেক দুনিয়ায় এই ফোন দুর্দান্ত সাড়া ফেললেও এখনও এই ফোনের পরবর্তী ভার্সন বাজারে আসেনি। তাই অনেক দিন ধরেই Poco F2 ঘিরে জল্পনা চলছিল। এবার অপেক্ষার অবসান হতে চলেছে? সম্প্রতি এই টুইটার পোস্টে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে শীঘ্রই নতুন স্মার্টফোন বাজারে আসবে পারে।
গুগলের লেটেস্ট মোবাইল অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ১০। জনপ্রিয় সব কোম্পানির স্মার্টফোনের সম্প্রতি এই অ্যানড্রয়েড ভার্সন দেখা গিয়েছে। এতদিন এলজি ফোনে অ্যানড্রয়েড ৯ পাই ব্যবহার হলেও ধীরে ধীরে অ্যানড্রয়েড ১০ ব্যবহার শুরু করছে সংস্থাটি। কয়েক মাসের মধ্যেই লঞ্চ হবে অ্যানড্রয়েড ১১। তাই এবার অ্যানড্রয়েড ১০ সব স্মার্টফোন লঞ্চ শুরু করে দিয়েছে এলজি।
করোনাভাইরাসের কারণে ঘর বন্দি গোটা দেশ। এই পরিস্থিতিতে যোগাযোগের মাধ্যম হিসাবে হোয়াটসঅ্যাপকে বেছে নিচ্ছেন অনেকেই। পরিবার ও প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখতে হোয়াটসঅ্যাপ চ্যাট, ভয়েস কল ও ভিডিও কলের জনপ্রিয়তা আরও বেড়েছে। যদিও হোয়াটসঅ্যাপে যে কোন সার্ভিস ব্যবহারের জন্য ইন্টারনেট কানেকশন আবশ্যিক। বিশেষ করে ভয়েস ও ভিডিও কল করার জন্য তুলনামূলক বেশি ডেটা প্রয়োজন হয়।
টিকটক ভিডিওতে যথেষ্ট লাইক মেলেনি, তাই আত্মহত্যার পথ বেছে নিল এক তরুণ। পরিবারের তরফ থেকে জানানো হয়েছিল টিকটক ভিডিওতে যথেষ্ট লাইক না পাওয়ার জন্য অবসাদে ভুগছিল ঐ তরুণ। যদিও আত্মহত্যার পরে এখনো কোন চিঠি পাওয়া যায়নি।