বাজারে এল Oppo A92, কী কী ফিচার থাকছে?

A সিরিজে আরও একটা নতুন ফোন নিয়ে এল Oppo। সোমবার লঞ্চ হয়েছে Oppo A92। আপাতত মালয়েশিয়ায় এই ফোন পাওয়া যাবে। নতুন ফোনে Snapdragon 665 চিপসেট ব্যবহার করেছে চিনের কোম্পানিটি। সঙ্গে থাকছে 5,000 mAh ব্যাটারি।
বাজারে এল Oppo A92, কী কী ফিচার থাকছে?

Oppo A92-এর দাম

ইতিমধ্যেই কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে Oppo A92 প্রি-অর্ডার শুরু হয়েছে। এই ফোনের দাম 1199 মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় 21,000 টাকা)। কালো ও সাদা রঙে চলতি সপ্তাহে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে এই ফোন বিক্রি শুরু করবে Oppo।

Oppo A92 স্পেসিফিকেশন

এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চি Full-HD+ হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট, 8GB RAM ও 128GB স্টোরেজ। সঙ্গে রয়েছে 5,000 mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক। এই ফোনে ডুয়াল স্টিরিও স্পিকার দিয়েছে চিনের কোম্পানিটি।


Oppo A92'র পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।

latest article


Write a Comment

antispam