কম ডেটা ব্যবহার করে হোয়াটসঅ্যাপ কল করবেন কীভাবে?

করোনাভাইরাসের কারণে ঘর বন্দি গোটা দেশ। এই পরিস্থিতিতে যোগাযোগের মাধ্যম হিসাবে হোয়াটসঅ্যাপকে বেছে নিচ্ছেন অনেকেই। পরিবার ও প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখতে হোয়াটসঅ্যাপ চ্যাট, ভয়েস কল ও ভিডিও কলের জনপ্রিয়তা আরও বেড়েছে। যদিও হোয়াটসঅ্যাপে যে কোন সার্ভিস ব্যবহারের জন্য ইন্টারনেট কানেকশন আবশ্যিক। বিশেষ করে ভয়েস ও ভিডিও কল করার জন্য তুলনামূলক বেশি ডেটা প্রয়োজন হয়।
কম ডেটা ব্যবহার করে হোয়াটসঅ্যাপ কল করবেন কীভাবে?

সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে হোয়াটসঅ্যাপ ভয়েস কলের জন্য প্রতি সেকেন্ডে ৭৪০ কেবি ডেটা প্রয়োজন। ভিডিও কল করার জন্য নিঃসন্দেহে এর থেকে বেশি ডেটা খরচ হয়।

প্রতিদিন সীমিত ডেটা থাকার জন্য লম্বা কল করার আগে হিসাব করে নিতে হয়। তাই ভয়েস ও ভিডিও কলে কম ডেটা খরচ হলে দিনের ডেটা অনেকটাই বাঁচতে পারে।

হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিও কল করার সময় ডেটা বাঁচাবেন কীভাবে? দেখে নিন।

হোয়াটসঅ্যাপ কলে ডেটা বাঁচানোর উপায়

১। হোয়াটসঅ্যাপ ওপেন করে ডান দিকে উপরে তিনটি ডটে ট্যাপ করুন।

২। সেটিংস ওপেন করে ডেটা ও স্টোরেজ ইউসেজ অপশন সিলেক্ট করুন।

৩। কল সেটিংসে 'লো ডেটা সেটিংস’ টগল অন করে দিন।

ফটো ও ভিডিওতে ডেটা ব্যবহার কমাবেন কীভাবে?

১। হোয়াটসঅ্যাপ সেটিংস ওপেন করুন।

২। ডেটা ও স্টোরেজ ইউসেজ সিলেক্ট করুন।

৩। মোবাইল ডেটা অপশন সিলেক্ট করে 'ফটো’, 'অডিও’, 'ভিডিও’ ও 'ডকুমেন্ট’ অপশন গুলি থেকে সিলেকশন তুলে নিন।

৪। অয়াইফাই ও রোমিং এর মধ্যে গিয়েও একই কাজ করুন।

চ্যাট ব্যাক আপ থেকে ভিডিও বাদ দিন

এছাড়াও চ্যাট ব্যাক আপ থেকে ভিডিও বাদ দিয়ে ডেটা বাঁচাতে পারবেন। সেটিংসে গিয়ে 'চ্যাট’ অপশন সিলেক্ট করে 'ইনক্লিউড ভিডিও’ টগল অফ করে দিন।

latest article


Write a Comment

antispam