স্মার্টফোন বিক্রিতে Samsung-কে টপকে দুই নম্বরে Vivo, এক নম্বরে কে?

ভারতে স্মার্টফোন বিক্রিতে Samsung কে টপকে দ্বিতীয় স্থানে উঠে এল Vivo। সম্প্রতি এই তথ্য জানিয়েছে মার্কেট রিসার্চ সংস্থা Canalys। এই মুহূর্তে ভারতের স্মার্টফোন বাজারের 19.9 শতাংশ দখল করে রয়েছে Vivo। 2020 সালের প্রথম ত্রৈমাসিকে গোটা দেশে মোট 67 লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে চিনের কোম্পানিটি। 2019 সালের প্রথম ত্রৈমাসিকে এই সংখ্যাটা ছিল 45 লক্ষ। অর্থাৎ এক বছরে 48.9 শতাংশ বৃদ্ধি হয়েছে কোম্পানি।
স্মার্টফোন বিক্রিতে Samsung-কে টপকে দুই নম্বরে Vivo, এক নম্বরে কে?

অন্যদিকে Samsung-এর মার্কেট শেয়ার 18.9 শতাংশ। কোম্পানির বৃদ্ধির হার কমেছে 13.7 শতাংশ। চলতি বছর প্রথম ত্রৈমাসিকে 63 লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে সংস্থাটি। 2019 সালের জানুয়ারি থেকে মার্চে এই সংখ্যাটি ছিল 73 লক্ষ।


Canalys-এর প্রকাশ করা তথ্য
ছবি: Canalys

প্রতিযোগীদের অনেকটা পিছনে ফেলে ভারতের স্মার্টফোন বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে Xiaomi। ভারতের বাজারের 30.6 শতাংশ বেজিংয়ের কোম্পানির পকেটে। চলতি বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে মোট 1 কোটি 3 লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে Xiaomi। এই সময়ে কোম্পানির বৃদ্ধির পরিমাণ 8.4 শতাংশ।

উল্লেখযোগ্য ভাবে চার নম্বরে উঠে এসেছে Realme। চলতি বছর প্রথম ত্রৈমাসিকে মোট 39 লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে Realme। এই তালিকায় পাঁচ নম্বরে Oppo।একই সময়ে মোট 28 লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে।

latest article


Write a Comment

antispam