সফটওয়্যার আপডেট পেল পাঁচটা ক্যামেরার এই Nokia স্মার্টফোন

ভারতে Nokia 9 PureView গ্রাহকরা Android 10 আপডেট পেতে শুরু করলেন। বিশ্বের অন্যান্য দেশে 2019 সালের ডিসেম্বরে এই আপডেট পাঠানো শুরু করেছিল HMD Global। অবশেষে ভারতের গ্রাহকদের ফোনে আপডেট পৌঁছল। Android 10 আপডেটের সঙ্গেই এই ফোনে এপ্রিল মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছেছে। Settings > About Phone > System updates > Check for update থেকে Nokia 9 PureView গ্রাহকরা সাম্প্রতিকতর আপডেট ডাউনলোড করে ইন্সটল করতে পারবেন।
সফটওয়্যার আপডেট পেল পাঁচটা ক্যামেরার এই Nokia স্মার্টফোন

চলতি বছর ফেব্রুয়ারিতে Nokia 9 PureView-এর দাম এক ধাক্কায় 15,000 টাকা কমিয়েছিল ফিনল্যান্ডের কোম্পানিটি। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে 34,999 টাকায় বিক্রি শুরু হয়েছে এই ফোন। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল 49,999 টাকা। Nokia 9 PureView-এর পিছনে পাঁচটি ক্যামেরা রয়েছে। এছাড়াও ফোনের ভিতরে থাকছে Snapdragon 845 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।

Nokia 9 PureView স্পেসিফিকেশন

Nokia 9 PureView ফোনে রয়েছে একটি 5.99 ইঞ্চি QHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ। ছবি তোলার জন্য এই ফোনের পিছনে রয়েছে পাঁচটা ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে Zeiss সার্টিফিকেশন। Nokia 9 PureView ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে তিনটি 12 মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর আর দুটি 12 মেগাপিক্সেল RGB সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা।


Nokia 9 PureView ফোনে রয়েছে IP67 সার্টিফিকেশন। অর্থাৎ জল অথবা ঝুলোয় এই ফোনের ক্ষতি হবে না। কানেক্টিভিটির জন্য রি ফোনে থাকছে Wi-Fi 5, Bluetooth 5.0 আর NFC। ফোনের ভিতরে থাকছে একটি 3.320 mAh ব্যাটারি। থাকছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। Nokia 9 PureView ফোনে থাকছে একটি 3.5 মিমি অডিও জ্যাক আর একটি USB Type-C পোর্ট।

latest article


Write a Comment

antispam