এটাই নতুন OnePlus Z! ফিচারগুলি দেখে নিন

জুলাইতে তুলনামূলক কম দামে লঞ্চ হতে পারে OnePlus Z। সম্প্রতি এই ফোনের ছবি সামনে এসেছে। সেখানে সামনে থেকে পরবর্তী OnePlus ফোনটি দেখা যাচ্ছে। সম্প্রতি লঞ্চ হয়েছিল OnePlus 8 ও OnePlus 8 Pro বাজারে এসেছিল। ইতিমধ্যেই ভারতে এই ফোনগুলির বুকিং শুরু হয়েছে। এবার OnePlus Z লঞ্চ ঘিরে টেক দুনিয়ায় শোরগোল শুরু হয়েছে। OnePlus 8 সিরিজের থেকে অনেকটা কম দামে লঞ্চ হবে OnePlus Z।
এটাই নতুন OnePlus Z! ফিচারগুলি দেখে নিন

সম্প্রতি TrueTech ওয়েবসাইটে OnePlus Z-এর ছবি সামনে এসেছে। ছবিতে এই ফোনে ফ্ল্যাট ডিসপ্লে দেখা গিয়েছে। ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকছে OLED ডিসপ্লে।

নতুন ফোনে হোল-পাঞ্চ ডিজাইন ব্যবহার করেছে চিনের সংস্থাটি। OnePlus 8 ও OnePlus 8 Pro-তেও একই ডিজাইন দেখা গিয়েছিল। ফোনের বাঁ দিকে ভলিউম বাটন ও ডান দিকে পাওয়ার বাটন থাকছে।


এপ্রিলে প্রকাশিত অন্য এক রিপোর্টে জানা গিয়েছিল OnePlus Z-এ ডুয়াল সিম সাপোর্ট থাকবে। এই ফোনে 6.4 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার হতে পারে। ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা। MediaTek প্রসেসর সহ এই ফোন লঞ্চ করতে পারে OnePlus। ফোনের ভিতরে 4,000 mAh ব্যাটারির সঙ্গেই থাকতে পারে 30W ফাস্ট চার্জিং। জুলাইতে এই ফোন লঞ্চের খবর জানা গিয়েছিল। যদিও এই বিষয়ে এখনও একটিও শব্দ খরচ করেনি OnePlus।

latest article


Write a Comment

antispam