জানা গিয়েছে Vivo G1-এ থাকবে 6.44 ইঞ্চি OLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে ওয়াটারড্রপ স্টাইল নচে থাকবে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। Vivo G1-এর পিছনে থাকবে চারটি ক্যামেরা। 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গেই থাকবে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল ক্যামেরা।
নতুন ফোনে Exynos 980 চিপসেট দিচ্ছে Vivo। থাকছে 4,500 mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জিং। 8GB RAM ও 256GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। 5G কানেক্টিভিটি সহ বাজারে আসবে এই স্মার্টফোন।
Write a Comment