Realme অফিসিয়ালি কিছু ফোনে দেশের বাজারে পাওয়া যাচ্ছে। এইবার Realme ৫i ও দেশের জনপ্রিয় অনলাইন শপিং ওয়েবসাইট pickaboo তে পাওয়া যাবে।
realme 5i Specs:
- OS: 10.0; ColorOS 6
- Size: 6.52 inches
- Dual Sim, Dual sim support
- CPU Speed: Octa-core (4x2.0 GHz Kryo 260 Gold & 4x1.8 GHz Kryo 260 Silver) CPU: Snapdragon 665 (11 nm)
- RAM: 4 GB
- 64GB
এই হলো ফোনে কিছু তথ্য, ফুল ডিটেল।
pickaboo তে Realme ৫i (৪/৬৪) ১২৯৯০ টাকাতেই পাচ্ছে! তা ছাড়া pickaboo থেকে ক্রয় করলে ৫০০ টাকার ডিসকাউন্ট বা ৬ মাসের EMI দিয়ে থাকবে এই জনপ্রিয় অনলাইন শপ।
Realme ৫i সেল শুরু হবে ৭ মে, সকাল ১১ টা থেকেই। তাই যারা অধীর আগ্রহে বসে আছেন কবে ফোনটি দেশে অফিসিয়াল আসবে। এইটাই কিন্তু ভাল সময় ফোনটি ক্রয় করার।
Write a Comment