পাবজি গেম ডাউনলোড ও পাবজি লাইট ডাউনলোড করুন খুব সহজ নিয়মে

সবাইকে স্বাগত আমাদের ওয়েবপেজ, কেমন আসেন আপনি? আসা করি অনেক ভাল আছেন। আজকে আমি আপনদের পাবজি গেম কিভাবে ডাউনলোড সম্পকে জানাবো। কি ভাবে পাবজি গেম ডাউনলোড করব? এই প্রশ্নটা কিন্তু অনেক মানুষ করেন। তাই আমি নিয়ে আসলাম এই বিষয় নিয়ে বিস্তারিত সকল কিছুই, তাই চলুন শুরু করা যাকঃ
পাবজি গেম ডাউনলোড ও পাবজি লাইট ডাউনলোড করুন খুব সহজ নিয়মে

পাবজি গেম ডাউনলোড করতে চাই?


কি ঠিক বলেছি? আমি জানি আপনি পাবজি গেম ডাউনলোড করার জন্য এসেছেন। তাই আপনকে আবার ও ধন্যবাদ। সকল কিছু বলার আগে জানা প্রয়োজন মনে করছি এই গেমটী সম্পরকে? পাব্জি কেমন গেম?

পাব্জি হচ্ছে এমন একটি যুদ্ধের গেম, যেখানে ১০০ জন সদস্য থাকে। আপনি চাইলে চার, দুজন বা একজন হয়ে ও খেলতে পারেন। পাবজি গেমটির নিয়ম হচ্ছে যা সবার শেষ বেঁচে থাকে, সে চিকেন ডিনার পাবে বা বিজয় হবেন।  আপনি পোস্টটি শেষ পর্যন্ত পড়বেন। তাহলে আপনার জন্য এক বিশেষ কিছু জানতে পারবেন।

পাবজি ডাউনলোড দেয়ার নিয়ম: পাবজি গেম ডাউনলোড

১) গুগল প্লে স্টোরে যাবেন।

২) PUBG লিখে সার্চ করবেন।

৩) আপনার সামনে গেমটি চলে আসবে। এখন আপনি ইনস্টল এ ক্লিক করে ইনস্টল করে ফেলুন। 

গুগল প্লে স্টোরে থেকে নামালে আপনার জন্য সহজ হয়ে যাবে, সেখান থেকে নামানো ফলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। আপনার ফোনে অটো ইনস্টল হয়ে যাবে। কোনো প্রকার OBB ফাইল নিয়ে চিন্তা নেই। তা ছাড়া খুব ফাস্ট ডাউনলোড স্পীড থাকবে। তাই আপনি যদি পাবজী মোবাইল বা পাব্জি মোবাইল লাইট নামান তাহলে ১০-২০ মিনিটের মধ্যে হবে।


আর একটি উপায় PUBG ডাউনলোড দেঁয়ার: পাবজি গেম ডাউনলোড

এখন অন্য একটি নিয়মে আপনাদের PUBG ডাউনলোড দিয়া শিখাবো।


১) apkpure.com চলে যাবেন, এর পর PUBG লিখে সার্চ করবেন।

২) আপনার সামনে PUBG গেমটি চলে আসলে সেটা XAPK ফাইল ডাউনলোড করে ফেলুন।


৩) তারপর Zarchiver নামের অ্যাপ টি ডাউনলোড করুন। 

৪) এখন XAPK জিপ ফাইলটি ওপেন করবেন Zarchiver অ্যাপ টি দিয়ে। এর পর PUBG অ্যাপ টি ইন্সটল করে ফেলতে হবে। সেই ফাইলের ভিতরে obb ফাইল থাকবে। সেটা আপনার ফোনে মেমোরি ফোল্ডার android> obb> PUBG obb file. 

সে ফোল্ডার এর ভিতরে দিয়ে দিতে হবে। আপনি যদি সকল কিছু ভালো ভাবে করে থাকেন তাহলে আপনার গেমটি চলবে, না হলে চলবে না। 

তাই আমি আপনাকে প্রথম বার যেই ভাবে ডাউনলোড দিতে বলেছি আপনি ঠিক সেই ভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন। তাহলে আমি মনে করি কোনো প্রকার সমস্যা হবে না। 

আপনার টা ও যদি সমস্যা হই তাহলে তো কমেন্ট বক্স আসেই। একটি কমেন্ট করে করে যান।     আপনার প্রশ্ন আনসার পেয়ে যাবেন। 


পাবজি লাইট ডাউনলোড

এখন কিন্তু পাবজি লাইট মোবাইল ডাউনলোড করতে পারেন। সেই জন্য উপরের কিন্তু আমরা পাবজি ডাউনলোড এই বিষয় কিন্তু বিস্তারিত বলেছেন।

যে আপনি কিভাবে ডাউনলোড করবেন। আপনি ঠিক ওই বিষয় গুলা লক্ষ্য করে কিন্তু কোনো প্রব্লেম ছাড়াই পাবজি লাইট ডাউনলোড করতে পারেন। 

যদি কোনো প্রব্লেম হয় তাহলে আমাদের জানতে ভুলবেন না।


PUBG PC price in Bangladesh

পাবজি পিসি কিন্তু এখন সকল দেশীয় রয়েছে। এখন আপনার যদি খুব ভালো মানের একটা ল্যাপটপ বা কম্পিউটার থেকে তাহলে আপনি ও পাবজি পিসি লাইসেন্স কি ক্রয় করতে পারেন।

PUBG PC PRICE IN BD: 1400/- Taka

এই দামের মাঝেই কিন্তু আপনি পাবজি পিসি কিনতে পারবেন। টা ছাড়া আপনাদের যদি ক্রয় করতে সমস্যা হলে। আপনার ইমেইল ঠিকানা টা কমেন্ট করুন, আমরা আপনাকে গেমটি ক্রয় করতে সাহায্য করতে পারি।


পাবজি কি আমার মোবাইলে চলবে?

আপনার মনের মনের মাঝে এমন প্রশ্ন থাকতে পারে। তাই জেনে নেই কি ধরনের মোবাইল চলবে:

PUBG মোবাইলে জন্য:

১) এই গেমটি ৩ জিবি মতো আপনার ইন্টারনাল মেমোরি ফাঁকা রাখতে হবে। 

২) আপনার মোবাইলে ভালো চিপসেট থাকলে ভালো হয়। যদি না হয়, তাহলে তাহলে আপনার সিপিইউ ১.৬ গিগা অক্টা কোর স্পীড হতে হবে। 

৩) আপনার মোবাইলে ৩জিবি রাম থাকা প্রয়োজন! এর কম হলে অনেক ফোনে  চলে কিন্তু ভাল চিপসেট হলে সেটা হবে। 

এই রকম কোনো মোবাইল হলে আপনি পাব্জী মোবাইল খেলতে পারবেন।


PUBG মোবাইল লাইট: পাবজি গেম ডাউনলোড

PUBG মোবাইল লাইট ও কিন্তু বর্তমানে বাংলাদেশ এ মুক্তি পেয়েছে। তাই আপনি কিন্তু খুব সহজে গুগল প্লে স্টোরে থেকে নামতে পারেন। 

১) ১ জিবি ইন্টারনাল মেমোরি প্রয়োজন হবে।

২) ১.৩ গীগা কোটা কোর চিপসেট।

৩) ১ জিবি রাম হলে চলবে। 

এখন হইতো বা আপনার কাছে সকল কিছু ক্লিয়ার মনে হচ্ছে। 

আপনাদের আর একটা কথা জানানোর দরকার, আপনি কিন্তু চাইলে ৩জিবি রাম এবং ভালো চিপসেট থাকা ফোনে ও PUBG মোবাইল লাইট খেলতে পারবেন।


PUBG মোবাইল Emulator খেলতে চান?: পাবজি গেম ডাউনলোড

এখানে আপনার অনেক বন্ধ আছেন, যারা PUBG emulator  খেলতে চান। আপনি যদি আপনার পিসি বা ল্যাপটপ এ থাকে তাহলে কিন্তু টা করতে পারেন।  

আপনার কেমন মানের পিসি বা ল্যাপটপ প্রয়োজন?

আপনি যদি ল্যাপটপ বা পিসি তে খেলেন তাহলে একটা বিষয় মনে রাখবেন, আপনি কিন্তু অনেক গুলি PUBG হ্যাকার দেখতে চলেছেন।

যাই হোক আপনার পিসি হলে i৩ ৭ জেনারেশন এর পিসি / ল্যাপটপ দরকার হবে। টা ছাড়া কিন্তু চলবে কিন্তু আপনি গেমটি খেলে মজা পাবেন না। টা ছাড়া ৪জিবি রাম মীনিমাম থাকতে হবে। 

আর আপনার যদি একটি ডেডিকেটেড ভিডিও মেমোরি থাকে তাহলে খুব ভালো ভাবে গেমটি খেলা যাবে।


পাবজি গেম ডাউনলোড for pc:

এখন পাবজি গেম ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রীতে, এটি কিন্তু অরিজিনাল পাবজি উইন্ডোজ ভার্সন না। এটি হচ্ছে PUBG পিসি লাইট গেম। তাই আপনার কাছে অনুরোধ করছি কাউ ভুল বুঝে খারাপ মন্তব্য করবেন না। 

আপনার পিসিতে চলবে কি না সেই বিষয় কিছু কথা লেখা আছে উপরে, সেটা একটু পরে পাবজি গেম ডাউনলোড করতে পারেন।

কি ভাবে পাবজি পিসি নামতে পারি?

একজন কিভাবে PUBG পিসি লাইট ডাউনলোড করতে পারবেন? 


১) প্রথমে এই লিঙ্ক টি (https://lite.pubg.com/download/) কপি করুন। এর পর আপনি যে কোনো ব্রাউজ দিয়ে ভিজিট করতে পারেন।

২) সেই লিঙ্ক থেকে PUBG পিসি লাইট এর জন্য লান্সার ডাউনলোড করুন।

৩) এর পর PUBG লাইট এর একটা একাউন্ট খুলে নিন। টা ছাড়া সেই লান্সার ঢুকতে পারবেন না। 

৪) আপনার একাউন্ট করা হলে গেলে এখন লান্সর টা ইনস্টল করে নিন। 

৫) তারপর আপনি যেই একাউন্ট করেছেন। সেই একাউন্ট এর ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে।  সকল কিছু সঠিক ভাবে দিলে আপনার ডাউনলোড করার অপশন পাবেন।

৬) এখন ডাউনলোড করার জন্য অপেক্ষা করতে হবে।  আমি নিজে নামিয়েছি আপনার ৭ ঘণ্টা সময় লেগেছিল। আপনার হয় তো বা বেশি বা কম সময় লাগতে পারে। এইটা আপনার ইন্টারনেট স্পীড এর উপরে নির্ভর করবে। 

এই নীয়ম গুলি যদি আপনি ফলো করেন তাহলে আপনি সফল ভাবে PUBG পিসি লাইট গেমটি ডাউনলোড করতে পারবেন।


জিও মোবাইলে পাবজি গেম ডাউনলোড?

পাবজি গেম ডাউনলোড জিও ফোন কি খেলা সম্ভব? আমি অত্যন্ত দুঃখের সাথেই বলছি। জিও মোবাইলে পাবজি গেম খেলা সম্ভব না। কারণ পাবজি গেম খেলার মতো যেমন মোবাইল প্রয়োজন জিও ফোনে তেমন না। জিও এমন কোনো ফোনে বাজারে নিয়ে আসেনি যা দিয়ে পাবজি গেমটি খেলা যাবে। তাই নিরাশ হওয়ার কিছুই নেই। কিছু টাকা জমা করে একটি ফোনে কিনে ফেলুন। 


কিছু প্রয়োজীনয় কথা PUBG গেমস সম্পর্কে:

আমি এই পোস্ট এর ভিতরে যতটা সহজ ভাষায় বলা যায়, আমি টা বলার চেষ্টা করেছি। এই বিষয় গুলো অনেকের কাছে ভালো লাগবে আবার অনেকের কাছে লাগবে না।

তাই যাদের কাছে ভালো লাগবে তাদের ধন্যবাদ এত কষ্ট করে পড়ার জন্য। আর যাদের ভালো ভাল লাগেনি তাদের কাছে আপনার অনুরোদ দয়া করে কেন ভালো লাগেনি সেটা কমেন্ট করে জানতে।

আমি আপনার সমচ্চ ভাবে সহজ করতে চাই।

 আপনি যদি ভালো মানের PUBG মোবাইল গেমটি খেলার জন্য ফোন খুঁজছেন তারা এখানে ক্লিক করুন। 

আর যারা PUBG মোবাইল লাইট খেলেন জন্য মোবাইল খুঁজছেন তারা এইখানে ক্লিক করুন। 

latest article


Mobileprice24.net2020-02-22 10:13:45
<p>মিঃ হাছান, </p><p>Whats kinds of issue on downloading? Can you please take a picture &amp; upload in Google drive? </p><p>Then please share the link</p>
মিঃ হাছান2020-02-18 21:04:30
ডাউনলোড হচ্ছে না শুধু কেটে কেটে যাই 30/50 এর পর অটোমেটিক কেটে যাই

Write a Comment

antispam