পাবজি গেম ডাউনলোড করুন খুব সহজ নিয়মে।

সবাইকে স্বাগত আমাদের ওয়েবপেজ, কেমন আসেন আপনি? আসা করি অনেক ভাল আছেন। আজকে আমি আপনদের পাবজি গেম কিভাবে ডাউনলোড সম্পকে জানাবো। কি ভাবে পাবজি গেম ডাউনলোড করব? এই প্রশ্নটা কিন্তু অনেক মানুষ করেন। তাই আমি নিয়ে আসলাম এই বিষয় নিয়ে বিস্তারিত সকল কিছুই, তাই চলুন শুরু করা যাকঃ
পাবজি গেম ডাউনলোড করুন খুব সহজ নিয়মে।

পাবজি গেম ডাউনলোড করতে চাই?


কি ঠিক বলেছি? আমি জানি আপনি পাবজি গেম ডাউনলোড করার জন্য এসেছেন। তাই আপনকে আবার ও ধন্যবাদ। সকল কিছু বলার আগে জানা প্রয়োজন মনে করছি এই গেমটী সম্পরকে? পাব্জি কেমন গেম?

পাব্জি হচ্ছে এমন একটি যুদ্ধের গেম, যেখানে ১০০ জন সদস্য থাকে। আপনি চাইলে চার, দুজন বা একজন হয়ে ও খেলতে পারেন। পাবজি গেমটির নিয়ম হচ্ছে যা সবার শেষ বেঁচে থাকে, সে চিকেন ডিনার পাবে বা বিজয় হবেন।  আপনি পোস্টটি শেষ পর্যন্ত পারবেন। তাহলে আপনার জন্য এক বিশেষ কিছু জানতে পারবেন।

পাবজি ডাউনলোড দেয়ার নিয়ম: 

পাবজি ডাউনলোড দেয়া অনেক সহজ। 

১) গুগল প্লে স্টোরে যাবেন।

২) PUBG লিখে সার্চ করবেন।

৩) আপনার সামনে গেমটি চলে আসবে। এখন আপনি ইনস্টল এ ক্লিক করে ইনস্টল করে ফেলুন। 

গুগল প্লে স্টোরে থেকে নামালে আপনার জন্য সহজ হয়ে যাবে, সেখান থেকে নামানো ফলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। আপনার ফোনে অটো ইনস্টল হয়ে যাবে। কোনো প্রকার OBB ফাইল নিয়ে চিন্তা নেই। তা ছাড়া খুব ফাস্ট ডাউনলোড স্পীড থাকবে। তাই আপনি যদি পাবজী মোবাইল বা পাব্জি মোবাইল লাইট নামান তাহলে ১০-২০ মিনিটের মধ্যে হবে।


আর একটি উপায় PUBG ডাউনলোড দেঁয়ার

এখন অন্য একটি নিয়মে আপনাদের PUBG ডাউনলোড দিয়া শিখাবো।


১) apkpure.com চলে যাবেন, এর পর PUBG লিখে সার্চ করবেন।

২) আপনার সামনে PUBG গেমটি চলে আসলে সেটা XAPK ফাইল ডাউনলোড করে ফেলুন।


৩) তারপর Zarchiver নামের অ্যাপ টি ডাউনলোড করুন। 

৪) এখন XAPK জিপ ফাইলটি ওপেন করবেন Zarchiver অ্যাপ টি দিয়ে। এর পর PUBG অ্যাপ টি ইন্সটল করে ফেলতে হবে। সেই ফাইলের ভিতরে obb ফাইল থাকবে। সেটা আপনার ফোনে মেমোরি ফোল্ডার android> obb> PUBG obb file. 

সে ফোল্ডার এর ভিতরে দিয়ে দিতে হবে। আপনি যদি সকল কিছু ভালো ভাবে করে থাকেন তাহলে আপনার গেমটি চলবে, না হলে চলবে না। 

তাই আমি আপনাকে প্রথম বার যেই ভাবে ডাউনলোড দিতে বলেছি আপনি ঠিক সেই ভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন। তাহলে আমি মনে করি কোনো প্রকার সমস্যা হবে না। 

আপনার টা ও যদি সমস্যা হই তাহলে তো কমেন্ট বক্স আসেই। একটি কমেন্ট করে খলে জন। আপনার প্রশ্ন আনসার পেয়ে যাবেন। 


পাবজি কি আমার মোবাইলে চলবে?

আপনার মনের মনের মাঝে এমন প্রশ্ন থাকতে পারে। তাই জেনে নেই কি ধরনের মোবাইল চলবে:

PUBG মোবাইলে জন্য:

১) এই গেমটি ৩ জিবি মতো আপনার ইন্টারনাল মেমোরি ফাঁকা রাখতে হবে। 

২) আপনার মোবাইলে ভালো চিপসেট থাকলে ভালো হয়। যদি না হয়, তাহলে তাহলে আপনার সিপিইউ ১.৬ গিগা অক্টা কোর স্পীড হতে হবে। 

৩) আপনার মোবাইলে ৩জিবি রাম থাকা প্রয়োজন! এর কম হলে অনেক ফোনে কিন্তু ভাল চিপসেট হলে সেটা হবে। 

এই রকম কোনো মোবাইল হলে আপনি পাব্জী মোবাইল খেলতে পারবেন।


PUBG মোবাইল লাইট:

PUBG মোবাইল লাইট ও কিন্তু বর্তমানে বাংলাদেশ এ মুক্তি পেয়েছে। তাই আপনি কিন্তু খুব সহজে গুগল প্লে স্টোরে থেকে নামতে পারেন। 

১) ১ জিবি ইন্টারনাল মেমোরি প্রয়োজন হবে।

২) ১.৩ গীগা কোটা কোর চিপসেট।

৩) ১ জিবি রাম হলে চলবে। 

এখন হইতো বা আপনার কাছে সকল কিসো ক্লিয়ার মনে হচ্ছে। 

আপনাদের আর একটা কথা জানানোর দরকার, আপনি কিন্তু চাইলে ৩জিবি রাম এবং ভালো চিপসেট থাকা ফোনে ও PUBG মোবাইল লাইট খেলতে পারবেন।


PUBG মোবাইল এম্মুলেটরে খেলতে চান?

এখানে আপনার অনেক বন্ধ আছেন, যারা PUBG emulator  খেলতে চান। আপনি যদি আপনার পিসি বা ল্যাপটপ এ খেলে তাহলে কিন্তু টা করতে পারেন।  

আপনার কেমন মানের পিসি বা ল্যাপটপ প্রয়োজন?

আপনি যদি ল্যাপটপ বা পিসি তে খেলেন তাহলে একটা বিষয় মনে রাখবেন, আপনি কিন্তু অনেক গুলি PUBG হ্যাকার দেখতে চলেছেন।

যাই হোক আপনার পিসি হলে i৩ ৭ জেনারেশন এর পিসি / ল্যাপটপ দরকার হবে। টা ছাড়া কিন্তু চলবে কিন্তু আপনি গেমটি খেলে মজা পাবেন না। টা ছাড়া ৪জিবি রাম মীনিমাম থাকতে হবে। 

আর আপনার যদি একটি ডেডিকেটেড ভিডিও মেমোরি থাকে তাহলে খুব ভালো ভাবে গেমটি খেলা যাবে।


কিছু প্রয়োজীনয় কথা PUBG গেমস সম্পর্কে:

আমি এই পোস্ট এর ভিতরে যতটা সহজ ভাষায় বলা যায়, আমি টা বলার চেষ্টা করেছি। এই বিষয় গুলো অনেকের কাছে ভালো লাগবে আবার অনেকের কাছে লাগবে না।

তাই যাদের কাছে ভালো লাগবে তাদের ধন্যবাদ এত কষ্ট করে পড়ার জন্য। আর যাদের ভালো ভাল লাগেনি তাদের কাছে আপনার অনুরোদ দয়া করে কেন ভালো লাগেনি সেটা কমেন্ট করে জানতে।

আমি আপনার সমচ্চ ভাবে সহজ করতে চাই।

 আপনি যদি ভালো মানের PUBG মোবাইল গেমটি খেলার জন্য ফোন খুঁজছেন তারা এখানে ক্লিক করুন। 

আর যারা PUBG মোবাইল লাইট খেলেন জন্য মোবাইল খুঁজছেন তারা এইখানে ক্লিক করুন। 

latest article


Write a Comment

antispam